জমির আইল ঠেলাঠেলি নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

Looks like you've blocked notifications!

গোপালগঞ্জে জমির সীমানার আইল ঠেলাঠেলি নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক নিত্যানন্দ বল ওরফে নিতাই বলের (৪৫) মৃ‌ত্যু হয়েছে।

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে তিনি মারা যান। নিহত নিতাই বল কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ী গ্রামের পূর্বপাড়ার জিতেন্দ্রনাথ বলের ছেলে।

কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর শরীফ বলেন, ‘গতকাল মঙ্গলবার দুপুরে পীড়ারবাড়ি বিলে জমির আগাছা পরিষ্কার করে কচুরিপানা দিয়ে জমির সীমানায় আইল দেন নিতাই বল। পার্শ্ববর্তী জমির মালিক একই গ্রামের ব্রজেন মিস্ত্রীর ছেলে বিনয় মিন্ত্রী (২২) আইল ঠেলে নিতাই বলের জমির মধ্যে ঢুকিয়ে দেয়। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাটি ও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিনয় মিস্ত্রী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে নিতাই বলকে মারাত্মক আহত করে। সংকটজনক অবস্থায় তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সেখানে তিনি মার যান।’

মো. ওমর শরীফ আরও বলেন, ‘এ ব্যাপারে কোটালীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে।’