জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ ভাই নিহত

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি : এনটিভি

মৌলভীবাজারের রাজনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যের সঙ্গে থাকা মধ্যস্থতাকারী আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচ জন আহত হন। 

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন—তুলাপুর গ্রামের নুর মিয়ার ছেলে হেলাল মিয়া ও কাজল মিয়া। 

আহতরা হলেন—ইউপি সদস্য মো. লুৎফুর রহমানসহ ওই এলাকার জুবায়ের মিয়া, পংকি মিয়া, ঝুনুর ও চেমাই দাস।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি নিয়ে রাজু দাশ ও ধীরু দাশের মধ্যে বিরোধ চলছিল। রাজু দাশের লোকজন গাছ রোপন করে জমি দখলে নিলে ধীরু দাশ ও রাজু দাশের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। 

খবর পেয়ে ইউপি সদস্য মো. লুৎফুর রহমান লোকজনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে রাজু দাশের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় ইউপি সদস্যসহ সাতজন আহত হন।

পরে স্থানীরা সন্ধ্যা ৭টায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’