জমি-বাড়ি দখলের সুযোগ দেবে না পুলিশ : ঢাকার এসপি

Looks like you've blocked notifications!
কেরাণীগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন ঢাকা জেলার এসপি আসাদুজ্জামান। ছবি : এনটিভি

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেছেন, ‘জোর করে কোনো জমি বা বাড়ি দখল করার সুযোগ দেবে না পুলিশ। মাদক সেবনকারীদের শুধু নিরাময় কেন্দ্রে পাঠালেই হবে না, মাদক কারবারীদের চিহ্নিত করে মাদক কারবারীদের আটক করতে হবে।’

গতকাল মঙ্গলবার বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসপি আসাদুজ্জামান বলেন, ‘যানজট মুক্ত সড়ক নিশ্চিত করতে সড়ক দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

সভায় বক্তব্য দেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হেল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) সাজিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বিরা হাবিবা খান, অতিরিক্ত পুলিশ সুপার (কেরাণীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবির, কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. শাহজামান, পরিদর্শক খালেদুর রহমান, পরিদর্শক আশিকুর রহমান, কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রায়হান খান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও কেরাণীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।