জয়পুরহাটে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
জয়পুরহাটে সামাজিক সম্প্রীতি সমাবেশ। ছবি : এনটিভি

জয়পুরহাটে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্তধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন  সুদৃঢ় করে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ  প্রতিহত করাই এই সমাবেশের লক্ষ্য।

জেলা প্রশাসনের আয়োজনে জয়পুরহাট কালেক্টর মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ স্বপন তাঁর বক্তব্যে বলেন, বিশেষ কোনো মহল বা ব্যক্তি কোনো ধরনের উসকানি দিয়ে যাতে এই এলাকার মানুষের ধর্মীয় অনুভূতি ও সামাজিক সম্প্রীতি নষ্ট করে ফায়দা লোটার সুযোগ না পায়, সে ব্যাপারে সকল ধর্ম ও শ্রেণিপেশার নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে।