জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

Looks like you've blocked notifications!
জরুরি বৈঠক ডেকেছে বিএনপির স্থায়ী কমিটি। ছবি : সংগৃহীত

জরুরি বৈঠক ডেকেছে বিএনপির স্থায়ী কমিটি। দলের নীতিনির্ধারণী ফোরাম বিএনপি স্থায়ী কমিটি ভার্চ্যুয়াল এ বৈঠকে বসেছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে বৈঠকটি শুরু হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, আগামীকালের গণসমাবেশ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গভীর রাতে আটকের ঘটনার মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেছেন, রাত তিনটার দিকে প্রায় একই সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার বাসা থেকে ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করেছে।

শায়রুল কবির খান বলেন, আটকের সময় মির্জা ফখরুলের স্ত্রীকে ডিবি জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তারা মির্জা ফখরুলকে নিয়ে যাচ্ছেন। বিএনপি মহাসচিব ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

তবে, শুক্রবার ভোরে এ বিষয়ে এনটিভি অনলাইনের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘গভীর রাতে ডিবি পুলিশ এসে বলে উনাকে (মির্জা আব্বাস) আমরা নিয়ে যাবো, উনার সাথে আমাদের কথা আছে। আমি বল্লাম কথা থাকলে এখানে বলেন, নিয়ে যাবেন কেন? জবাবে ডিবি পুলিশ বলে, না, এখানে কথা বলা যাবে না। কথা বলে আবার দিয়ে যাবো।’