জলাবদ্ধ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

Looks like you've blocked notifications!
নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে প্লাবিত এবং জলাবদ্ধতার শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন মোংলার ইউএনও কমলেশ মজুমদার। ছবি : এনটিভি

নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে প্লাবিত এবং জলাবদ্ধতার শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার পশুর নদপারের চিলা ও চাঁদপাই ইউনিয়নের জলাবদ্ধতার শিকার পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

এসব দুর্গত পরিবারের ঘরে ঘরে গিয়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন ইউএনও। আজ বিকেলে ৫০টি পরিবারকে দেওয়া হয়েছে এ খাদ্য সহায়তা। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চার কেজি চাল, এক কেজি চিড়া ও প্যাকেট বিস্কুট।

ইউএনও কমলেশ মজুমদার বলেন, ‘জলোচ্ছ্বাস ও বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে বাড়িঘর হতে বের হতে না পারা ও তাদের চুলা না জ্বলায় এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘জলাবদ্ধতা শিকার এমন কোনো পরিবারের এ সহায়তার প্রয়োজন হলে আমাকে ফোন করলে তাদের কাছে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।’