‘জলোচ্ছ্বাসে সুন্দরবন থেকে ভেসে’ লোকালয়ে অজগর

Looks like you've blocked notifications!
বাগেরহাটের মোংলায় সোমবার সকালে উদ্ধার হওয়া অজগর সাপ। ছবি : এনটিভি

বাগেরহাটের মোংলায় বসতবাড়ির হাঁস-মুরগির খোপ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সাপটি ওই খোপের পাঁচটি হাঁস ও দুটি মুরগি মেরে ফেলেছে বলে জানা গেছে।

উপজেলার চিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেল হাওলাদারের বাড়ির খোপে আজ সোমবার সকাল ৯টার দিকে অজগর সাপটি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বনবিভাগের সদস্যেরা খোপ থেকে সাপটি উদ্ধার করেন।

বনবিভাগের মোংলার চাঁদপাই রেঞ্জের স্টাফ মো. মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত সাপটির ওজন ১২ কেজি ও লম্বায় ৯ ফুট। সাপটি বনে ছেড়ে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে জলোচ্ছ্বাসে সাপটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা বনবিভাগের।