জাতিসংঘের দেওয়া গুমের তালিকার ১০ জনকে খুঁজে পাওয়া গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে দেওয়া গুম হওয়া ৭৬ জনের তালিকার মধ্যে ১০ জনকে খুঁজে পাওয়া গেছে। বাকিদেরও খুঁজে বের করার বিষয়ে সরকারের চেষ্টা অব্যাহত আছে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের অবস্থান তুলে ধরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে দেওয়া গুমের তালিকার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ আমাদের ৭৬টি গুমের তালিকা দিয়েছে। এদের মধ্যে ১০ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে পেয়েছে। ১০ জনের তালিকা আমরা জেনেভায় জমা দিয়েছি। তারা ১০ জনের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেবে।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সাধারণত দাগী আসামিরা লুকিয়ে থাকে। আমরা কাজ করছি। হিউম্যান রাইটস কমিশনের কাছে আমরা যে কমিট করেছি, যতটা সম্ভব খুঁজে বের করা হবে।’

‘সবাইকে বের করা সম্ভব হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত থাকবে’ বলে উল্লেখ করেন এই প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘পৃথিবীর বহু দেশে, আমাদের সমাজেও আছে, দীর্ঘদিন বা দুই তিন বছর বাইরে থেকে বাড়ি ফিরেছে।’