জাতীয় পার্টির সব পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি; রংপুরে উত্তেজনা

Looks like you've blocked notifications!
মশিউর রহমান রাঙ্গা। ফাইল ছবি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে দলটির সব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের পক্ষে একতাবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি। গতকাল বুধবার রাত ১০টার দিকে রংপুরের পায়রা চত্বরে জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং রংপুর সিটির মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।

সংবাদ সম্মেলনে মোস্তফা বলেন, 'পার্টির চেয়ারম্যান জিএম কাদের শৃঙ্খলা ভঙ্গের কারণে মশিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছেন। তার এই সিদ্ধান্তের সঙ্গে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে।’ 

জিএম কাদেরকে রংপুরে প্রবেশ করতে দেওয়া হবে না, মশিউর রহমান রাঙ্গার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেসিডিয়াম সদস্য মোস্তফা বলেন, 'আমরা জাতীয় পার্টি করি। জিএম কাদের দলের চেয়ারম্যান। তিনি রংপুরে আসবেন এবং তাঁর কার্যক্রম পরিচালনা করবেন। কেউ এতে বাধা দেওয়ার চেষ্টা করলে তার সমুচিত জবাব আমরা দেবো। সেজন্য জেলা ও মহানগরের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত আছে।’

কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, ‘রাঙ্গা যে কথা বলেছেন তাতে আমরা খুব মর্মাহত হয়েছি। সঙ্গত কারণে দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তের পক্ষে একতাবদ্ধ আছি। এটাই দলীয় শৃঙ্খলা। আশা করি তিনি তাঁর ভুল শুধরে নিবেন।’

বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে দল থেকে অব্যাহতিপত্র দেওয়ার পরপরই রংপুর মহানগর জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পার্টি অফিসে এসে জরুরি বৈঠকে বসেন। রাত ১০টায় তারা পার্টি অফিস ত্যাগ করেন।

প্রসঙ্গত, গত দুইদিনে বিভিন্ন গণমাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকারের কাছে ২৪ এমপির চিঠি দেয়াসহ বেশ কিছু দলীয় বিষয়ে কথা বলেন রাঙ্গা। এর প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় তাকে দলীয় সব পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া হয়।