জাতীয় শোক দিবসে ঝিনাইদহ ল’ কলেজে ভাঙচুর
ঝিনাইদহে জাতীয় শোক দিবসে অর্ধনমিত করে পতাকা না টাঙানোয় শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) অফিস ভাঙচুর করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় ভাঙচুরের এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, জাতীয় শোক দিবসে শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয়ে অর্ধনমিত করে পতাকা না টাঙানোয় ঘটনার সূত্রপাত এবং এর জেরেই কলেজের অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি বলেও জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা। কিন্তু বেলা ১১টা পর্যন্ত প্রতিষ্ঠানটির স্ট্যান্ডে পতাকা না দেখে সেখানে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এর একপর্যায়ে কলেজের অফিস কক্ষ ভাঙচুর করে ক্ষতি সাধন করে তারা।
এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিউর রহমান বলেন, পতাকা উড়ানোর দায়িত্ব ছিল কলেজের কর্মচারী লিয়াকতের। দড়ি ছিড়ে যাওয়ায় যথাসময়ে পতাকা টাঙানোর কাজটি করতে পারেনি সে। এতে সেখানে উপস্থিত লোকজন ভাঙচুর করে ক্ষতি সাধন করেছে। বিষয়টি কলেজটির সভাপতি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়ার পর অর্ধনমিত করে পতাকা টাঙানো হয়েছে বলেও জানান তিনি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের নাম সরাসরি প্রকাশ করেননি অধ্যক্ষ।
১৯৯৩ সালে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে পুরাতন মুনসেফ আদালত ভবন এলাকায় কলেজটি প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে অসংখ্য শিক্ষার্থী কলেজটি থেকে ল’ ডিগ্রি অর্জন করেছে। অনেকেই এখন আইনজীবী হিসেবে কর্মরত আছে।