জাপানি নাগরিকের কাছ থেকে ছিনতাইয়ের পর গ্রেপ্তার ৩

Looks like you've blocked notifications!
রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে গিয়ে দুই জাপানি নাগরিকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তােরের বিষয়ে আজ শুক্রবার বিকেলে বক্তব্য দেন ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক। ছবি : ডিএমপি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই জাপানি নাগরিক। তাদের কাছ থেকে নগদ অর্থ, আইফোন, ক্রেডিট কার্ড কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। পরে ছিনতাইকারী চক্র কক্সবাজার ও সীতাকুণ্ডে প্রমোদভ্রমণে বের হয়। পুলিশ সেখান থেকে গতকাল বৃহস্পতিবার দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে। 

আজ শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক এ তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, গত সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে যান ওই দুই জাপানি নাগরিক। তারা সেখানে ছবি তোলেন এবং ঘুরে দেখেন। একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। 

তাদের কাছ থেকে পাসপোর্ট, এক লাখ ৫৩ হাজার জাপানি ইয়েন, বাংলাদেশি ২৮ হাজার টাকা, দুটি আইফোন, দুটি ক্রেডিট কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেওয়া হয়। 

আজিমুল হক বলেন, ‘ছিনতাইকারীদের কবলে পড়ে ভীতসন্ত্রস্ত হয়ে হোটেলে চলে যান তারা। পরদিন মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে হোটেলের ম্যানেজার তারেক আহমেদ মোহাম্মদপুর থানায় ফোন দিয়ে বিষয়টি জানান। দুই বিদেশি নাগরিকসহ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তাদের থানায় যেতে বলেন। ম্যানেজার তারেক দুই পর্যটককে নিয়ে মোহাম্মদপুর থানায় যান। তারা একটি ছিনতাই মামলা করেন।’

আজিমুল হক আরও বলেন, ‘মামলার পর বধ্যভূমি এলাকার সিসি ক্যামেরা ফুটেজ এবং ঘটনার দিন সেখানে উপস্থিত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরের বোটঘাট এলাকা থেকে খায়রুল ইসলাম স্বপন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির তথ্যের ভিত্তিতে রায়েরবাজার শুঁটকির আরতের পেছনের কবরস্থানের দেয়ালসংলগ্ন মাঠ থেকে দুই পর্যটকের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ড ও একটি ছেঁড়া পাসপোর্ট উদ্ধার করা হয়।’

মোহাম্মদপুর থানা পুলিশের অপর একটি দল চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে জিহাদুল ইসলাম মামুন ও আবু রাসেল প্রত্যয় নামে দুই তরুণকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ওই পর্যটকদের একজনের একটি আইফোন, ৩০ হাজার ইয়েন, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লুটুথ উদ্ধার করা হয়।

আজিমুল হক বলেন, ‘ছিনতাইয়ের পর হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে থানার পুলিশ বিষয়টি জানতে পারে। এর পরই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অপরাধীদের শনাক্ত করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারীরা ছিনতাইয়ের পর কক্সবাজার ও সীতাকুণ্ডে ঘুরতে যায়। তারা ঘনঘন স্থান পরিবর্তন করেছিল। তাই তাদের গ্রেপ্তারে বেগ পেতে হয়। তারা কক্সবাজার ভ্রমণ শেষে সীতাকুণ্ডে যায়। সেখানেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু রাসেল প্রত্যয়ের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে তিনটি মামলা রয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।’ 

জানা গেছে, ওই দুই জাপানি নাগরিক গত ২১ এপ্রিল বাংলাদেশে আসেন। তারা গত সোমবার (২৪ এপ্রিল) শুক্রাবাদ এলাকার হোটেল নন্দিনীতে ওঠেন। রাত সাড়ে ৮টার দিকে রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে যান। তারা বধ্যভূমি কবরস্থানের প্রধান ফটকের ভেতরে যান। রাত ৯টার দিকে তারা কবরস্থান থেকে বের হতে গেলে অজ্ঞাত তিন যুবক তাদের ভুল বুঝিয়ে কবরস্থানের আরও ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে তাদের ভয়ভীতি দেখিয়ে, দেশীয় অস্ত্র ঠেকিয়ে সব ছিনিয়ে নিয়ে যায়।