জামালপুরে জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষের শ্রদ্ধা

Looks like you've blocked notifications!
জামালপুরের মেলান্দহে মঙ্গলবার সকালে শহীদ মিনারের বেদিতে জুতা পরে উঠে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন অধ্যক্ষ আবু সাঈদ। ছবি : এনটিভি

জামালপুরের মেলান্দহে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারের বেদিতে জুতা পরে ওঠে শ্রদ্ধা নিবেদন করেছেন মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ সাদা।  

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে মেলান্দহ উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারের বেদিতে জুতা পরে ওঠে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অধ্যক্ষ আবু সাঈদ।

স্থানীয়রা জানান, মাহমুদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন। একপর্যায়ে মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ সাদা সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। কিন্তু তিনি জুতা পরা অবস্থায় শহীদ মিনারের বেদিতে ওঠে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ঘটনায় বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করলে অধ্যক্ষ আবু সাঈদ সাদা বলেন, ‘এটা আমার ভুল হয়েছে। তাড়াহুড়োর কারণে খেয়াল করতে পারিনি। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।’ 

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা বলেন, ‘মহান ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে যদি তিনি (অধ্যক্ষ আবু সাঈদ সাদা) এমন ভুল করে থাকেন, তাহলে তিনি মারাত্মক অপরাধ করেছেন। এটা ক্ষমার অযোগ্য।’

এদিকে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার দারুল নিমাহ হিফজুল কোরআন মাদরাসায় যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদরাসাটিকে ২০০ টাকা অর্থদণ্ড দেন।