জামালপুরে ট্রেনে কাটা পড়ে নিহতের পরিচয় মিলেছে

Looks like you've blocked notifications!
ট্রেনে কাটা ব্যাংক কর্মকর্তার লাশ। ছবি : এনটিভি

জামালপুর রেলওয়ে স্টেশনের অদূরে গত রোববার রাতে ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম কামরুল আলম খান (৫৪)। তিনি সোনালি ব্যাংকের কর্মকর্তা।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলজার হোসেন জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে পরিচয় অজ্ঞাত ছিল। আজ মঙ্গলবার সকালে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) লাশের পরিচয় শনাক্ত করে। নিহত ব্যাংক কর্মকর্তা কামরুল আলম খান (৫৪)। তিনি সোনালি ব্যাংক জামালপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা এলাকায়। তিনি শফিকুল ইসলাম খানের ছেলে। জামালপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকার ভাড়া বাসায় তিনি থাকতেন।

ওসি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।