জামালপুরে তৃতীয় লিঙ্গের অভ্যন্তরীণ দ্বন্দ্ব : মামলা, সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
জামালপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে। ছবি : এনটিভি

জামালপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। তাদের অভিযোগ জীবনমান উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করতেই অপরপক্ষ মারধর এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তাই মিথ্যা মামলা প্রত্যাহার ও মারধরের প্রতিবাদে তাদের এ সংবাদ সম্মেলন।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে তৃতীয় লিঙ্গের সংগঠন সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমীন ময়ূরী। এ ছাড়া বৃষ্টি, দেলু প্রমুখ বক্তব্য দেন। এ সময় তারা অভিযোগ করেন, জেলার সব তৃতীয় লিঙ্গের মানুষ সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হলেও দেওয়ানগঞ্জের মুন্নি চাঁদাবাজি ও তৃতীয় লিঙ্গের সদস্যদের মারধর করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

এ ব্যাপারে প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুন্নির দৃষ্টান্তমূলক শাস্তি ও মুন্নির মানবকল্যাণ সংগঠনের রেজিস্ট্রেশন বাতিলের জোর দাবি জানান তারা।