জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাকাম, সম্পাদক শোয়েব

Looks like you've blocked notifications!
জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএ টিভির ফজলে এলাহী মাকামে, সাধারণ সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন। ছবি : এনটিভি

টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে জামালপুরে আত্মপ্রকাশ করেছে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের পৌর সুপার মার্কেটে মিডিয়া ক্যাম্পাস কার্যালয়ে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, সময় টিভির জাহাঙ্গীর আলম, ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, দেশ টিভির সাইদ পারভেজ তুহিন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, মাইটিভির শামীম আলম, এনটিভির আসমাউল আসিফ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাইমুম সাব্বির শোভন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, টেলিভিশন সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও সাংবাদিকতার গুণগত মান সমুন্নত রেখে পেশাগত উৎকর্ষ সাধনে নিবিড়ভাবে কাজ করবে এই সংগঠন।

পরে সভায় উপস্থিত সবার সম্মতিতে এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকামকে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী ও দেশ টিভির সাইদ পারভেজ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, কোষাধ্যক্ষ বিজয় টিভির জুয়েল রানা, দপ্তর সম্পাদক এনটিভির আসমাউল আসিফ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক বাংলা টিভির নূর মো. ফজলুল করিম কাওছার, তথ্য ও প্রকাশনা সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাইমুম সাব্বির শোভন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে বিটিভির জেলা সংবাদ প্রতিনিধি মোস্তফা বাবুল, সময় টিভির স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি তানভীর আজাদ মামুন, বাংলা টিভির ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন।

সংগঠনের সদস্যরা হলেন মাইটিভির জেলা প্রতিনিধি শামীম আলম, মোহনা টিভির ওসমান হারুনী, এশিয়ান টিভির শাহীন আল আমিন, আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মোস্তাহেনা আশা, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো. ফিরোজ শাহ, মাইটিভির সরিষাবাড়ী প্রতিনিধি এ এস এম জুলফিকুর রহমান, বাংলা টিভির দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ, এশিয়ান টিভির সরিষাবাড়ী প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির, বিজয় টিভির সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমান সোহান, আনন্দ টিভির ইসলামপুর প্রতিনিধি ইয়ামিন মিয়া।

আলোচনা সভা সঞ্চালনা করেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন।