জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী কোর্ট হাজতে

Looks like you've blocked notifications!
যশোরের বেনাপোলের পুটখালী গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার করে কোর্ট হাজতে পাঠানো হচ্ছে (ইনসেট জামায়াত-শিবিরের নেতাকর্মীরা)। ছবি : এনটিভি

যশোরের বেনাপোলের পুটখালী গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ। গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সবাই পুটখালী ইউনিয়নের বাসিন্দা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি ইউনিয়নের বারোপোতা গ্রামে রাতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে এএসপি স্যারের (নাভারন সার্কেল) নেতৃত্বে আমরা সেখানে অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ এবং লাঠি নিয়ে হামলা চালায়। এ সময় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।’

ওসি আরও বলেন, এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।