জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা না করলে সংসদ বর্জন করবে জাপা
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত সংসদে যাবে না দলটি। জাতীয় পার্টির সংসদ সদস্যরা জাতীয় সংসদে যোগ দেবেন না।
আজ রোববার বিকেলে পার্টির সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান জি এম কাদের। রাতে পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত অধিবেশনে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের স্থলে জি এম কাদেরের নাম স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে প্রস্তাব করেছিল দলটি, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানাননি স্পিকার।