জুনের মধ্যে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু : রেলমন্ত্রী

Looks like you've blocked notifications!
রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। ফাইল ছবি

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, জুনের মধ্যে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু হবে। তিনি বলেন, ‘আগামী জুন মাসের মধ্যেই চিলাহাটি-হলদিবাড়ী রেললাইন নির্মাণকাজ শেষ হবে। লাইনটি নির্মিত হলেই ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।’

শুক্রবার পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘিতে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে রেলমন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও শারীরিক অসুস্থতায় কোনো মানুষ যাতে আর্থিক কষ্টে না ভোগে, এ জন্য প্রত্যেক নাগরিকের পাশে রয়েছে সরকার। কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে শিক্ষিত বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে সরকারি সুযোগ গ্রহণ করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চিশতিসহ বোদা দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।