জোয়ারের চাপে ভাঙল বেড়িবাঁধ, পানিবন্দি ৪ সহস্রাধিক মানুষ

Looks like you've blocked notifications!
খুলনার কয়রায় বাধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। ছবি : এনটিভি

তিন দিনের অক্লান্ত পরিশ্রমেও রক্ষা পেল না রিং বাঁধের ভাঙন। জোয়ারের পানিতে আজ রোববার দুপুরে ভেঙে গেল এটি। খুলনার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরমুখ এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙনের ফলে লোকালয়ে ঢুকতে শুরু করে পানি। এতে প্লাবিত হয় পাঁচ গ্রাম। দুর্ভোগে পানিবন্দি চার সহস্রাধিক মানুষ।

উপজেলা নির্বাহী  কর্মকর্তা  (ইউএনও) অনিমেষ বিশ্বাস জানান, আজ দুপুরে রিং বাঁধ মেরামত করার সময় জোয়ারের পানি চাপে প্রায় তিনটি স্থান ভেঙে গেছে। তিনি বলেন, ‘আগামী ভাটার সময় আবারও পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনগণের সহযোগিতায় ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত চেষ্টা করা হবে। পানিবন্দিদের জন্য এরইমধ্যে এক হাজার ব্যাগ ত্রাণের ব্যবস্থা করা হয়েছে৷’

এসময় সাধারণ মানুষদের আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন ইউএনও।

কয়রা নাগরিক সমাজের নেতা ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘গত বৃহস্পতিবার চরমুখ এলাকার রিং বাঁধে সামান্য ভাঙ্গন দেখা দেয়। পরে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়। আজ সকাল থেকে ফের মেরামতের কাজ চলছিল। দুপুর ৩টায় কপোতাক্ষের জোয়ারে প্রায় ৩০০ হাত ভেঙে যায়। এতে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের পাঁচ গ্রামের চার সহস্রাধিক এখন পানিবন্দি।’

এদিকে, জোয়ারে কয়রা মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া ও মঠবাড়িয়া এলাকার বাঁধ উপচে পানি প্রবেশের সংবাদ পাওয়া গেছে। তবে, স্থানীয়রা সেগুলো সঙ্গে সঙ্গে স্বেচ্ছাশ্রমে মেরামত করায় পানি প্রবেশ বন্ধ হয়েছে।