জ্বালানিসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Looks like you've blocked notifications!
জ্বালানি তেল, গ্যাস, বাস-লঞ্চের ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : এনটিভি

জ্বালানি তেল, গ্যাস, বাস-লঞ্চের ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ শনিবার বিকেলে নগরীর দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বর্তমান সরকারের অধীনে বিএনপি দলীয়ভাবে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপির অংশগ্রহণ ছাড়া জাতীয় সংসদের নির্বাচন হতেও দিবে না।’

তত্ত্ববধায়ক সরকারের দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান প্রিন্স।

সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম ফারুক, হেলাল আহম্মেদ, শুক্কুর মাহমুদ, শ্রমিকদলের সভাপতি আবু সায়িদ, মোহিদুল ইসলাম মোহন, আজাহারুল ইসলাম বুলবুল, যুবদলের দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের তানভীরুল ইসলাম টুটুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।