জয়পুরহাটে জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ আটক ৪
জয়পুরহাটের কালাই উপজেলার সোনালী ব্যাংক এলাকা থেকে জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ মোট চার জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ (৫৮) ও সেক্রেটারি গোলাম কিবরিয়া (৫৩), কালাই উপজেলা জামায়াতের আমির মুনছুর রহমান (৪৯) এবং সাবেক আমির নুরুজ্জামান সরকার (৬৩)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, আজ বিকালে কালাই উপজেলা শহরের আব্দুস সামাদ তালুকদার মার্কেটের নীচতলায় একত্রিত হয়ে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সূত্রে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে সেখানে আকস্মিক অভিযান চালিয়ে জামায়াতের উল্লেখিত চার নেতাকে আটক করা হয়। আটককৃত জামায়াত নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।
তবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে পূর্বের নাশকতার একধিক মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।