জয়পুরহাটে বাগানে অজ্ঞাত ব্যক্তির লাশ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ-ঠাটারিপাড়া এলাকায় রেললাইনের অদূরের একটি ইউক্যালিপটাস বাগান থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ওই লাশ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে লাশ দেখে ওই ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের লোক বলে অনুমান করছে স্থানীয়রা। ওই ব্যক্তি আনুমানিক পঞ্চাশোর্ধ বয়সী। তবে এখনও তার পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, আজ সকালে স্থানীয় কৃষকরা ওই বাগানের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে আক্কেলপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা ওই অজ্ঞাত ব্যক্তিকে কোথাও হত্যার পর এই ইউক্যালিপটাস বাগানে লাশ ফেলে যেতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।