জয়পুরহাটে বাসচাপায় নিহত পিকআপচালক, আহত চালকের সহকারী

Looks like you've blocked notifications!

জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শালবনে (মাটির ঘর) ঢাকাগামী হানিফ পরিবহণের একটি কোচের ধাক্কায় এক পিকআপচালক ঘটনাস্থলে নিহত ও তাঁর সহকারী মারাত্মক আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মাসুদ রানা (৩৭) এবং আহত সহকারী মনোরঞ্জন কুমার (৩৮)। মাসুদ রানার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে এবং চালকের সহকারী গোমস্তাপুরের বাসিন্দা বলে জানা গেছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল সড়ক দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, আজ সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর (হাকিমপুর) থেকে হানিফ পরিবহণের একটি বাস যাত্রীসহ ঢাকার উদ্দেশে এবং জয়পুরহাট শহর থেকে মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে যাওয়ার সময় জেলার ক্ষেতলাল উপজেলার শালবন (মাটির ঘর) এলাকায় বাসটি পেছন দিক থেকে পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মাসুদ রানা নিহত হন এবং তাঁর সহকারী মনোরঞ্জনসহ দুজন আহত হয়। গুরুতর আহত মনোরঞ্জনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে, নিহত পিকআপচালক মাসুদ রানার মরদেহ ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।