জয়পুরহাটে স্ত্রীকে ‘গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় হালিমা খাতুন নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার পর তাঁর স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পৌর শহরের শাহ মখদুম সাজিপাড়া এলাকায় আজ শুক্রবার ভোরে এ হত্যাকাণ্ড ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম আলী আকবর। তিনি সবজি বিক্রেতা বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে তিনি তাঁর স্ত্রী হালিমাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁদের তিন সন্তান রয়েছে।
এদিকে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলী আকবরকে আটকের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ছাড়া ময়নাতদন্তের জন্য হালিমা খাতুনের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, আজ শুক্রবার ভোরে শাহ মখদুম সাজিপাড়া-আলেকের মোড় এলাকায় নিজেদের বাড়ির শোওয়ার ঘরে ধারালো ছুরি দিয়ে আলী আকবর তাঁর স্ত্রী হালিমা খাতুনকে গলাকেটে হত্যা করেন। এরপর পাশের ঘরে গিয়ে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান। তাঁদের সংসার জীবন ২৫ বছরের বলে জানা গেছে। ঘটনার সময় তাঁদের তিন সন্তান আত্মীয়ের বাড়িতে ছিল। এর আগেও আলী আকবর তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে দাবি করছেন প্রতিবেশীরা।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট