জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/08/jaypurhat-hung-news-pic.jpg)
জয়পুরহাটের কালাইয়ে দাম্পত্য কলহের জেরে স্ত্রী রওশন আরাকে হত্যার দায়ে স্বামী নাজিম উদ্দীন ওরফে করিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
এ ছাড়া করিমকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত স্বামী নাজিম উদ্দীন ওরফে করিমের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার ধাপ-কাথাইল গ্রামে ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ মে সকালে করিম প্রচার করেন তার স্ত্রী রওশন আরাকে ডাকাতরা খুন করেছে। খবর পেয়ে নিহত রওশন আরার পরিবারের লোকজন সেখানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন যে, দাম্পত্য কলহের জের ধরে তাকে তার স্বামী নাজিম উদ্দীন নিজেই হত্যা করে ডাকাতের হাতে খুন হওয়ার মিথ্যে নাটক সাজিয়েছেন।
ওই ঘটনায় নিহত গৃহবধূ রওশন আরার দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে ওইদিনই কালাই থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালাই থানার উপরিদর্শক এসআই বুলবুল ইসলাম ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে স্বামী কর্তৃক স্ত্রী রওশন আরা হত্যার ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ আদালত স্বামী করিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন।