জয়পুরহাটে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০১ জন, শনাক্তের হার ২৩ শতাংশ

Looks like you've blocked notifications!
জয়পুরহাটে করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে নতুন বিধিনিষেধ জারি ক‌রেছে জেলা প্রশাসন। ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় জয়পুরহা‌টে নতুন ক‌রে আরও ১০১ জনের শরী‌রে ক‌রোনাভাইরাস শনাক্ত হ‌য়ে‌ছে।‌ জেলায় এক দিনে মোট ৪৩৮ জ‌নের নমুনা পরীক্ষা (‌ শুধু অ্যান্টিজেন টেস্ট) ক‌রে এ ফলাফল পাওয়া গে‌ছে।    ক‌রোনা শনা‌ক্তের হার ২৩ দশ‌মিক শূন্য ৫ শতাংশ।

জয়পুরহাট জেলা সি‌ভিল সার্জন কার্যালয় থে‌কে গতকাল বুধবার রা‌তে ক‌রোনার সর্বশেষ এ তথ‌্য জানা গে‌ছে।

করোনার ঊর্ধ্বগ‌তি ঠেকা‌তে সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে পৌরসভাসহ সদর উপজেলা ও পাঁচ‌বি‌বি পৌর এলাকায় গত সোমবার থে‌কে নতুন বিধিনিষেধ জারি ক‌রেছে জেলা প্রশাসন।

ঘোষনা অনুযায়ী, ‘দু্ই উপ‌জেলার উল্লি‌খিত এলাকায় প্রতি‌দিন বিকেল ৫টা থে‌কে পর‌দিন সকাল ৬টা পর্যন্ত ওষু‌ধের দোকান ছাড়া সব ধর‌নের দোকানপাট, ব‌্যবসায় প্রতিষ্ঠান, গণপ‌রিবহণসহ আগামী ১৪ জুন পর্যন্ত সব গরুর হাট বন্ধ থাক‌বে।’

ত‌বে এ‌ বি‌ধিনি‌ষেধ জা‌রির পরও শহর ও হাটবাজা‌রে ক‌মেনি যানবাহন ও মানু‌ষের ভিড়। শতভাগ মাস্ক পরাও নি‌শ্চিত হয়‌নি।