ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদণ্ড

Looks like you've blocked notifications!
ঝালকাঠির বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এই তিনজনকে (গোল চিহ্নিত) তিন মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

ঝালকাঠির বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে তিন মাস করে কারাদণ্ডাদেশ এবং দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৯ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চারটি বলগেট জব্দ করা হয়।

এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা এবং তিন মাস করে কারাদণ্ডাদেশ দেন।

কারাদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বরগুনা জেলার তালতলী এলাকার মো. মাহবুব পাটোয়ারী (৪৫), ঝালকাঠির পিপলিতা এলাকার মো. ইউসুফ আকন (৩৫) এবং বগুড়ার গাবরিয়া এলাকার মো. ইসমাইল (৩২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা জানান, আজ দুপুর দেড়টার দিকে সদর উপজেলার দেউরী ও নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সুগন্ধা নদী দিয়ে যাচ্ছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ড্রেজারের তিনজন শ্রমিককে আটক এবং বলগেট জব্দ করা হয়। এরপর তাদের সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। পুলিশ তাদের কারাগারে পাঠিয়েছে।