ঝালকাঠিতে আমন ধান ও চাল সংগ্রহ শুরু

Looks like you've blocked notifications!
ঝালকাঠিতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। ছবি : এনটিভি

ঝালকাঠিতে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ সোমবার সকালে নলছিটি উপজেলার সুগন্ধা অটো রাইস মিলে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

জেলায় এ বছর ১,৬৮৯ মেট্রিক টন ধান ও ১,৩৭০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সরাসরি মিল থেকে এসব ধান ও চাল কিনে খাদ্য গুদামে রাখা হচ্ছে। সরকার এ বছর ৪২ টাকা কেজি দরে চাল ও ২৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করছে।

ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতারা নাহিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভিন, নলছিটি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার, সুগন্ধা অটো রাইস মিলের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা ও ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন খান।