ঝালকাঠিতে খালে ডুবে শিশু ২ বোনের মৃত্যু

Looks like you've blocked notifications!

ঝালকাঠিতে ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার নবগ্রামের বাউকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু দুই বোন হলো সোনালী (৮) ও রূপালী (৬)। তারা নবগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের কামাল হাওলাদারের মেয়ে। তাদের নানার নাম শাজাহান মিয়া।

স্বজনরা জানান, দুপুরে দুই বোন বাড়ির পাশে খালে গোসল করতে নেমে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় স্থানীয়রা দুই শিশুর মরদেহ খালে ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। স্বজনরা গিয়ে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ বলেন, দুই বোন পানিতে ডুবে গেলে তাদের অনেক খোঁজাখুঁজি করার পর বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। দুই বোন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করত। তাদের মরদেহ বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার বলেন, ‘শিশু দুটি পানিতে ডুবেই মারা গেছে। এখানে পরিবারের কোনো অভিযোগ নেই, তাই মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।’