ঝালকাঠিতে জেলা প্রশাসনের বাজার তদারকি

Looks like you've blocked notifications!
ঝালকাঠি শহরের প্রধান বাজার আড়তদারপট্টি, কালিবাড়িসহ বিভিন্ন স্থান ঘুরে বাজার তদারকি করছে বাজার মনিটরিং কমিটি। ছবি : এনটিভি

মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সঠিক রাখতে ঝালকাঠিতে বাজার তদারকি করেছে জেলা প্রশাসনের মনিটরিং কমিটি। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে শহরের প্রধান বাজার আড়ৎদারপট্টি, কালিবাড়িসহ বিভিন্ন স্থান ঘুরে বাজার তদারকি করা হয়।

বাজারদর তদারকির সময় ক্রেতারা কমিটির কাছে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন। বাজার মনিটরিং কমিটি বিভিন্ন দোকানে গিয়ে পণ্যের সঠিক মূল্য তালিকা টানানোর নির্দেশ দেয়। এর পরও যদি মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়, তাহলে জেল-জরিমানা করা হবে বলেও জানায় বাজার মনিটরিং কমিটি।

বাজার তদারকির সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

রমজানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানায় বাজার মনিটরিং কমিটি।