ঝালকাঠিতে ধানক্ষেতে বৃদ্ধার কঙ্কাল

Looks like you've blocked notifications!
ঝালকাঠির কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে ধানক্ষেতে লুৎফুন্নেছা বেগমের কঙ্কাল। ছবি : এনটিভি

ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের এক মাস পর ধানক্ষেত থেকে লুৎফুন্নেছা বেগম (৭০) নামে এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে এ কঙ্কাল উদ্ধার করা হয়।

লুৎফুন্নেছা কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের মুনসুর আলী ফরাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৯ নভেম্বর লুৎফুন্নেছা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তাঁর কোনো সন্ধান না পেয়ে স্বজনরা ১১ নভেম্বর কাঁঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। গতকাল রাতে স্থানীয়রা ধানক্ষেতে তাঁর কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তাঁর স্বজনরা পরনের কাপড় দেখে তাকে শনাক্ত করেন। এ সময় তাঁর শরীরের মাংসপেশি ছিল না, শুধু কাপড়ে জড়ানো কঙ্কাল ছিল। পুলিশের ধারণা নিখোঁজের পর পরই তাঁর মৃত্যু হয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, পুলিশের একটি দল কঙ্কাল উদ্ধার করে। আজ মঙ্গলবার সকালে কঙ্কাল ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।