ঝালকাঠিতে বিএনপির ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Looks like you've blocked notifications!
ঝালকাঠিতে গতকাল শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম নেতৃত্বে পদযাত্রা করে দলটির নেতাকর্মীরা। ছবি : এনটিভি

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অন্তত ১০০ থেকে ১৫০ জনকে।

গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ মোদক বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন—বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুর রহিম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন প্রমুখ।

পুলিশের দাবি, শনিবার সকালে বিএনপির পদযাত্রা শেষে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ঝালকাঠি থানার পরিদর্শক ফিরোজ কামালসহ ছয় পুলিশ সদস্য আহত হন। তবে জেলা বিএনপি নেতাদের দাবি, পুলিশের লাঠিচার্জে ২০ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমানসহ ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। এতে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে। আমাদের কোনো নেতাকর্মী পুলিশের গায়ে হাত দেয়নি। যুবলীগ-ছাত্রলীগ ইটপাটকেল নিক্ষেপ করেছে, তা পুলিশ এবং আমাদের নেতাকর্মীদের শরীরে লেগেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ‘বিএনপিকে অফিসের সামনে সমাবেশ করতে বলা হয়েছিল। কিন্তু, তারা পদযাত্রা নিয়ে শহরের প্রধান সড়কে প্রবেশ করে। এতে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়ে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা সরকারি কাজে বাধা দেয়। এ ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।’