ঝিনাইদহের মহেশপুরে কুড়ালের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক

Looks like you've blocked notifications!
ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী খুনের অভিযোগে আটক বাবলুর রহমান। ছবি : এনটিভি

ঝিনাইদহের মহেশপুরে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী জুলিয়া খাতুন (২৩) নিহতের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত আটটার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ স্বামী বাবলুর রহমানকে (২৭) আটক করেছে। হত্যাকারী সেজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং নিহত জুলিয়া খাতুন তিন সন্তানের মা ও একই এলাকার আবুল কালামের মেয়ে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, বাবলু মাঝে মধ্যে মাদক সেবন করে এসে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতো। এ নিয়ে তাদের পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার রাত আটটার দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। গ্রামের চৌকিদার খবর পেয়ে দ্রুত বাবলুর রহমানকে আটক করে। পরে তাকে মহেশপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ রাকিবুর হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তার মাথা ও পিঠে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। পরে পরিবারের লোকজন পাশের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকারীকে আটক করা হয়েছে।