ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Looks like you've blocked notifications!
মহেশপুর থানা। ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে ছেলের লাঠির আঘাতে বাবা আব্দুল মান্নান (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের তিন ছেলে সাদিক, হাফিজুর ও মনিরকে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছে অপর ছেলে মফিজুল।

মাত্র এক শতক জমি নিয়ে বিরোধের জের ধরে পারিবারিক সংঘর্ষ চলার সময় আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, আব্দুল মান্নানের দুই ছেলে মফিজুল ও সাদিকের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বেলা ১২টার দিকে লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। এ সময় আব্দুল মান্নান সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। হঠাৎ এক ছেলের লাঠির আঘাত মাথায় লাগে তার। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিন ভাই আটকের বিষয়ে কথা বলেননি ওসি।

স্থানীয় সূত্র জানায়, নিহত আব্দুল মান্নান কুষ্টিয়া জেলা থেকে সেজিয়া গ্রামের হলদিপাড়ায় বসতি স্থাপন করেন। তার চার ছেলে। বাড়ির জমি ছেলেদের মধ্যে বণ্টনের সময় একশতক বেশি দেওয়া হয় সাদিককে। এ নিয়ে অপর ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ভাইয়েরা পরস্পরবিরোধী সংঘাতে জড়িয়ে পড়ে এবং বাবাও লাঠি হাতে অংশ নেয়। সংঘর্ষ চলাকালীন মাথায় আঘাতে আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।