ঝিনাইদহে টোল আদায় নিয়ে সংঘর্ষে নিহত ২

Looks like you've blocked notifications!
ঝিনাইদহের কোটচাঁদপুর ট্রাক টার্মিনালের সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

ঝিনাইদহের কোটচাঁদপুর ট্রাক টার্মিনালের টোল আদায় নিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোটচাঁদপুর শহরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায়  মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

নিহত দুজন হলেন—কোটচাঁদপুর উপজেলা শহরের আখ সেন্টার পাড়ার ফিরোজ হোসেনের ছেলে জীবন হোসেন (২০) এবং এলাঙ্গী গ্রামের বাবু তালেবের ছেলে আক্তার হোসেন (২৮)। 

এ ঘটনায় আহতদের মধ্যে সাব্বির ও সোহাগ নামের দুজনের অবস্থা গুরুতর। যশোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে গতকাল রাত থেকেই শহরে উত্তেজনা চলে আসছিল। তারই জের ধরে আজ সকালে এ ঘটনা ঘটেছে।

ওসি আরও জানান, পৌর এলাকায় আগে যাঁরা টোল আদায় করতেন, তাঁদের এবার টোল আদায় থেকে সরে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু, গতকাল রাতে আগের টোল আদায়কারীদেরকেই ইজারা দেওয়া হয়। এতে এই সংঘর্ষের সৃষ্টি হয়। 

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। 

এ দিকে কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুল ইসলাম সেলিম জানান,  পৌর ট্রাক টার্মিনালের টোল আদায় করা নিয়ে যুবলীগের কর্মী ডন গ্রুপ ও হাসান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সময় নিহত হয়েছেন দুজন। 

অপর দিকে কোটচাঁদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজান আলী জানান, নিহতদের মধ্যে জীবন নামের ছেলেটি হতদ্ররিদ্র ও এতিম। অপরজন আক্তার হোসেন ইলেট্রিক মিস্ত্রি বলে জানা গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তি দাবি করেন তিনি।

শেষ খবর পাওযা পর্যন্ত কোটচাঁদপুর পৌর এলাকায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন।