ঝিনাইদহে নির্বাচনি সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৪

Looks like you've blocked notifications!
শৈলকুপা থানা। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নির্বাচনি সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট চার জনের মৃত্যু হলো। মৃত আবদুর রহিম (৬৫) শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের কৃঞ্চনগর গ্রামের বাসিন্দা। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সারুটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গত ২৩ ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন আবদুর রহিম। এরপর প্রথমে তাঁকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।

বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।