ঝিনাইদহে প্রেসক্লাবের সভাপতি মিজান, সাধারণ সম্পাদক সেলিম

Looks like you've blocked notifications!
ঝিনাইদহ জেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মিজানুর রহমান (বামে), সাধারণ সম্পাদক শেখ সেলিম (মাঝে), সাংগঠনিক সম্পাদক আহমেদ নাসিম আনসারী (ডানে)। ছবি : এনটিভি

ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ফের সভাপতি এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শেখ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টিভির সাংবাদিক আহমেদ নাসিম আনসারী।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি (১) পদে দৈনিক ভোরের ডাকের সাংবাদিক আব্দুল হাই, সহ সভাপতি (২) পদে বৈশাখী টিভির সাংবাদিক রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক আব্দুর রহমান মিল্টন, সহ সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি অবজারভারের সাংবাদিক জাফর উদ্দীন রাজু, কোষাধ্যক্ষ পদে গাজী টিভির সাংবাদিক অলিয়ার রহমান, দপ্তর সম্পাদক পদে ঢাকা পোস্টের আব্দুল্লাহ আল মামুন, আইনবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ শফিউল আলম লুলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার আলম নির্বাচিত হয়েছেন।

নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন— মো. আলাউদ্দীন আজাদ, আজিজুর রহমান সালাম, আজিবর রহমান, শাহরিয়ার রহমান রকি, মাহফুজুর রহমান, গিয়াস উদ্দীন সেতু  ও রফিক আহমাদ।

গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে জেলা শহরের পাগলাকানাই সড়কস্থ নিজস্ব কার্যালয়ের সভাকক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান। বার্ষিক আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন সাধারণ সম্পাদক শেখ সেলিম। এ সময় উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত সদস্যরা। সংবাদকর্মীদের ঝুঁকি ও নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

নবনির্বাচিত সাংবাদিক নেতাদের অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামীম আক্তার বাবু, ঝিনাইদহ সিটিজেন ফোরামের সমন্বয়ক ফজলুর রহমান খররমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।