টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকার রেললাইন। ছবি : এনটিভি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর ও একই জেলার আমিনপুর উপজেলার আহম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলে মো. সজিব।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতরা প্রাইভেটকারযোগে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের হাতিয়া নামক স্থানে পৌঁছলে অন্য একটি প্রাইভেটকার চাপ দেয়। এতে প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়। পরবর্তীকালে চালক প্রাইভেটকারটি রাস্তায় তোলার সময় ঐ দুই যুবক রেললাইনের ওপর হাটাহাটি করতে থাকেন। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় তারা নিহত হন।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’