টাঙ্গাইলে বাসচাপায় দুই ব্যাংক কর্মকর্তা নিহত

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনার পর বাসটি পুলিশ ও স্থানীয়রা আটক করে। ছবি : এনটিভি

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনই জেলার দেলদুয়ার কৃষি ব্যাংকের উপজেলা শাখায় কর্মরত ছিলেন। 

নিহত আবুল হোসেনের (৪৮) বাড়ি বাসাইল উপজেলার ময়থা গাছপাড়া ও রেজাউল করিমের (৩৫) বাড়ি জেলার নাগরপুর উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী এসআই পরিবহণের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে। বাসচালক ও হেলপার পালিয়ে গেছে।’