‘টিকার দাম মনে নেই’, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত

এখন পর্যন্ত যে টিকা বাংলাদেশ সরকার কিনেছে, তার দাম মনে নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) শুরুর প্রথম দিন আজ রোববার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, তাঁর কাছে লিখিত জানতে চাইলে বা নোটিশ পাঠালে তিনি দাম জানাতে পারবেন।

বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। জাতীয় সংসদে জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য মজিবুল হক চুন্নু প্রশ্ন রেখে বলেন, ‘এ পর্যন্ত বাংলাদেশের মানুষকে কত কোটি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং এ ভ্যাকসিনগুোলোর মধ্যে কত পরিমাণ নানা সূত্র থেকে পাওয়া গেছে, আর কী পরিমাণ টিকা কেনা হয়েছে, মোট কত টাকার ভ্যাকসিন কেনা হয়েছে এবং একেকটা ভ্যাকসিন কিনতে গড়ে কত টাকা করে পড়েছে, সেটা নিদ্দিষ্টভাবে বলতে আমি আপনার মাধ্যমে (স্পিকার) স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করছি।’  

জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলোর একটি লিখিত দিলে আমরা উত্তর দেব। তারপরও এখন আমি যতটুকু বলতে পারি, বলি।’

এরপর স্বাস্থ্যমন্ত্রী  বলেন, ‘আমরা এ পর্যন্ত ভ্যাকসিন পেয়েছি সাড়ে ২৯ কোটি। তার মধ্যে ২৬ কোটি টিকা আমরা প্রয়োগ করেছি। প্রথম ডোজ হল প্রায় ১৩ কোটি আর দ্বিতীয় ডোজ হল পৌনে ১২ কোটি। আর দেড় কোটি বুস্টার ডোজ।’

জাহিদ মালেক আরও বলেন, ‘আমরা নিজেরা কিনেছি প্রায় ১৮ কোটি ডোজ টিকা। আর বাকিটা আমরা কোভ্যাক্সের মাধ্যমে পেয়েছি এবং সেটা বিনামূল্যে পেয়েছি। যে টিকাগুলো কিনেছি, সে দামগুলো এখন মনে নেই। আপনি যদি আমার কাছে একটা নোটিশ দেন, আমি সবগুলোর দাম এবং কোথা থেকে এসেছে, সেগুলো আমি বলতে পারব।’ 

এর আগেও সংসদের গত কয়েকটি অধিবেশনেও কয়েকজন সংসদ সদস্য করোনা টিকা কেনায় সরকারের ব্যয় সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত প্রশ্ন করেন। তখন মন্ত্রী জানান, ‘চুক্তির গোপনীয়তার কারণে তিনি দাম বলতে পারবেন না।’