টিপকাণ্ডে প্রতিবাদে শামিল হলেন শিক্ষামন্ত্রী

Looks like you've blocked notifications!
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে পুলিশ সদস্যের লাঞ্ছনা ও অশালীন আচরণের প্রতিবাদে সরব হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে। সেই প্রতিবাদে শামিল হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও।

তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাতটি ছবি শেয়ার করেছেন শিক্ষামন্ত্রী। প্রতিটি ছবিই টিপ পরা। ওই পোস্টে ডা. দীপু মনি লিখেছেন, ‘আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি, আমি নারী।’

শিক্ষামন্ত্রীর পোস্টে সোমবার রাত ১০টা নাগাদ ৪৭ হাজারের বেশি মানুষ লাইক ও লাভ রিয়্যাক্ট দিয়েছেন এবং প্রায় হাজার খানেক মানুষ পোস্টটি শেয়ার করেছেন।

শিক্ষামন্ত্রীর পোস্টে অনেকেই মন্তব্য করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর লিখেছেন, ‘এভাবেই প্রতিবাদ হোক, তীক্ষ্ণতর হোক আমাদের ভাষা, এভাবেই এগিয়ে আসুক মুক্তিযুদ্ধস্নাত বাঙালির আশা।’