ট্রিপল থ্রিতে কলে বন্ধ বাল্যবিবাহ, শ্রীঘরে বর ও কনের বাবা

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

ট্রিপল থ্রিতে (৩৩৩) কল। অতঃপর ভ্রাম্যমাণ আদালতের হানা। তাতে বন্ধ হয় বাল্যবিবাহ। পরে বরকে করা হয় জরিমানা ও কারাদণ্ড। আর কনের বাবাকে দেওয়া হয় বিনাশ্রম কারাদণ্ড। ঘটনাটি আজ রোববারের। ঘটেছে মেহেরপুরে।

দুপুরে ৩৩৩-তে কল পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি খানম।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, সাহারবাটি গ্রামের এনামুল হকের ছেলে হেলাল উদ্দীনের (৩১) সঙ্গে মোহাম্মদপুর গ্রামের মানিকনগর পাড়ার সোহরাব আলীর মেয়ে ও মহম্মদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জাহানারা খাতুনের সংবাদ পান ভ্রাম্যমাণ আদালত। গভীর রাতে এ বিয়ের আয়োজন করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। সেখান থেকে বর হেলাল উদ্দীন ও কনের বাবা সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেন আদালত। গ্রেপ্তারের পর দুজনকেই সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বরের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৭(১) ধারায় হেলাল উদ্দীনকে জেল জরিমানা ও ৮ ধারা অনুযায়ী কনের বাবা সোহরাব হোসেনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাল্যবিয়ের খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’