ট্রেনের ধাক্কায় ইজিবাইকযাত্রী মা-ছেলে নিহত

Looks like you've blocked notifications!
ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক। ছবি : ফোকাস বাংলা

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় ইজিবাইকের যাত্রী মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলের দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম লিমা বেগম (২৫) এবং ছেলে ইমরান হোসেন (৭)। লিমার বাবার বাড়ি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এবং স্বামীর বাড়ি ভাঙ্গা উপজেলার সদরদী এলাকায় বলে জানা গেছে।

জানা গেছে, মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। শ্রীরামদিয়া গ্রামে রেল ক্রসিংয়ে ট্রেনটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি দুমরে-মুচড়ে যায়। এ সময় ইজিবাইকের যাত্রী মা লিমা বেগম এবং শিশু ছেলে ইমরান হোসেন ঘটনাস্থলেই নিহত হন। 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত লিমা তার ছেলে ইমরানকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। 

এদিকে খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমাম রাজী টুলুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।