ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে আদালতের ২ জারিকারক নিহত

Looks like you've blocked notifications!
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় দুর্ঘটনার পর মানুষের ভিড়। ছবি : এনটিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় একটি মোটরসাইকেল রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে জেলা জজ আদালতের জারিকারক রুহুল আমিন ও আব্দুস সোবহানের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই সদর উপজেলার আকচা ও দেওগাঁও এলাকার বাসিন্দা। তাঁরা সরকারি কাজে পীরগঞ্জ গিয়েছিলেন।

পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার এস এম মুক্তারুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস আজ সকালে পীরগঞ্জ স্টেশনে পৌঁছানোর আগেই একটি মোটরসাইকেল রেল ক্রসিং পার হতে যায়। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।

পরে দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন মুক্তারুল ইসলাম।