ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

Looks like you've blocked notifications!
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে শনিবার শহরের চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ হয়। ছবি : এনটিভি

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন তিন সাংবাদিক। তাঁরা বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এর প্রতিবাদে এবং হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যার পর শহরের চৌরাস্তা মোড়ে এ প্রতিবাদ সমাবেশ হয়। এতে উপস্থিত থেকে প্রতিবাদে একাত্মতা ঘোষণা করেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এবং সাংবাদিকদের অন্যান্য সংগঠনের সদ্যসেরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার রাসেল, আজকালের খবরের জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, সময়ের আলোর শাহ মো. নাজমুল ইসলাম, গাজী টিভির ইমদাদুল হক ভুট্টু, প্রেসক্লাব সদস্য রোজওয়ানুল হক রিজু প্রমুখ।

বক্তারা এ সময় সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে দেশব্যাপী সাংবাদিকদের ওপর নানা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান তাঁরা।

গতকাল শনিবার দুপুরে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সদর উপজেলার নবগঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তথ্য সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন দৈনিক ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভির হাসান তানু, অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডির জেলা প্রতিনিধি মইনুদ্দিন তালুকদার হিমেল এবং নিউজবাংলার প্রতিনিধি সোহেল রানা।