ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর মোজাম্মেল হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া দুই আসামি। ছবি : এনটিভি

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর মোজাম্মেল হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বেকসুর খালাস দিয়েছেন অপর তিনজনকে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন জনাকীর্ণ আদালতে এই রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুল জলিল, ইউনুস আলী,  কফিল উদ্দিন, নজরুল ইসলাম ও সেকেন্দার আলী। এর মধ্যে নজরুল ইসলাম ও সেকেন্দার আলী পলাতক রয়েছেন। এদের সবাই বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে বালিয়াডাঙ্গী উপজেলার শাহবাজপুর গ্রামে মাথাবিহীন একটি লাশ পাওয়া যায়। তারই সূত্র ধরে তদন্ত করে পুলিশ আটজনকে আসামি করে মামলার চার্জশিট দাখিল করে।

পরবর্তী সময়ে সিআইডির তদন্তে আটক হওয়া ব্যক্তিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ।