ঠাকুরগাঁও সীমান্তের নদী থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকার নাগর নদী থেকে লাশ উদ্ধার করছে বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকার নাগর নদী থেকে মাজেদা (৩৫ ) ও রুবিনা (৩২) নামের দুই নারীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকালে সীমান্তের ৩৭০-এর ৫ নম্বর সাব পিলার এলাকার নদী থেকে মরদেহ উদ্ধার হয়।  

নিহত মাজেদার বাড়ি কাঁঠালডাঙ্গী এবং রুবিনার বাড়ি আটঘারিয়া গ্রামে। 

স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব জানায়, প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে তারা ঘাস কাটার জন্য নদীর ওপারে যাচ্ছিলেন। এ সময় দুজন পানিতে ডুবে যায়। মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি মরদেহ উদ্ধার করে হরিপুর থানায় হস্তান্তর করে।

তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান স্থানীন ওসি।