ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Looks like you've blocked notifications!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে জয়নাল আবেদিন (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। চোষপাড়া সীমান্তের ৩৭৯ নম্বর সীমানা পিলারের কাছে আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদিন রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার এলাকার জওগাঁও গ্রামের বাসিন্দা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত জয়নাল দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসছেন। আজ বৃহস্পতিবার ভোরে তিনি বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তের ৩৭৯ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিজ বাড়িতে আসার চেষ্টা করছিলেন। এ সময় ভারতের ১৭১ চাকলাগড় ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন জয়নাল। পরে তাঁর লাশ নিয়ে যায় বিএসএফের সদস্যরা।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, নিহত জয়নাল আবেদিন বিয়ে করেছেন ভারতের পানজিপাড়া গ্রামে। চোষপাড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন তিনি।

ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন জয়নাল। এ সময় ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন তিনি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।