ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ড্রাইভার সোহেল রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে এ তথ্য এনটিভি অনলাইনকে জানিয়েছেন মিরপুর গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার।

মানস কুমার পোদ্দার বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে মিরপুর এলাকা থেকে সোহেলকে ৮৭ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।’

গত ৯ মার্চ সকালে তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা, নকল চাবি ও একটি মাইক্রোবাস।

ডিবি পুলিশ আগেই জানিয়েছিল, ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনার পরিকল্পনায় ছিল তিন জন আর এদের একজন সোহেল রানা। যিনি একসময় ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্লান্ট লিঙ্ক প্রা. লি. এ ড্রাইভার হিসেবে কাজ করতেন।