ডিমলায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্টকে গলা কেটে হত্যা

Looks like you've blocked notifications!
নীলফামারীর ডিমলায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট আনোয়রুল ইসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত

নীলফামারীর ডিমলায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট আনোয়রুল ইসলাম চৌধুরীকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডিমলা সদর ইউনিয়নের কাউশা মোড় সংলগ্ন নিজ বাসায় শনিবার রাতে তাঁকে হত্যা করা হয়।

আনোয়ারুল জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। আনোয়ারুল ১৮ বছর থেকে ওই ইউনিয়নের কাউশা মোড়ে বসবাস করে আসছেন।

শনিবার গভীর রাতে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। ঘটনার রাতে নিহতের স্ত্রী সুখি বেগম (৩০), ছেলে সজিব (১০) ও কন্যা আঁখি মনি (৭) গ্রামের বাড়ি বেড়াতে যায়। রোববার (৯ অক্টোবর) সকালে বাসা সংলগ্ন মোটরসাইকেল মেকার পল্লব দোকান খুলে বাসার ভিতরে গেলে আনোয়ারুল ইসলামের ঘরের দরজা খোলা এবং উঠানে রক্ত দেখতে পায়। রুমে তাকিয়ে দেখে গলা কাটা দেহ পড়ে আছে। পল্লব ও এলাকাবাসী থানায় সংবাদ দিলে পুলিশ বাসাটি ঘিরে রাখে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ঘটনাটি তদন্তের জন্য সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে গিয়েছে। তারা প্রয়োজনীয় কাজ শুরু করবে। এজন্য কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সিআইডির পাশাপাশি পিবিআইও বিষয়টি তদন্ত করছে।